শেষ সোহাগ
মুহাম্মদ তফিজ উদ্দিন
মৃত্যু নামটা কেমন হবে
একবার যদি ভাবি,
নিথর হলে পোষার জন্য
স্বজন দিবে দাবি?
সাদা তুলা নাকে দিয়ে
পালঙে রাখবে ঘিনে?
খরচ কমে দিবে কেমন
শেষের বস্ত্র কিনে?
পাকা-তক্তা, লম্বা বাঁশটা
দিতে চাবে বলো?
কতো দামের সাবান দিয়ে
শেষের সোহাগ হলো?
কাঁদলো যারা সময় ধরে
দোয়া-দরূদ মুখে
চল্লিশ কদম দূরে গেলে
পাবে তুমি দুঃখে?
কেমন অর্থ করছ জমা
খুঁজে আলো জ্বেলে?
পড়শি ডেকে করে হিসেব
শোকের কষ্ট ফেলে।
অল্প সময়ে এমন চিত্র
শরীর নিথর হলে,
জীবন গেলো যাদের সুখে
ব্যর্থ জীবন ছলে।
ফিরে গেলে পূর্ণ ছাড়া
সঙ্গী পুড়বে বলো?
প্রভুর নামে শপথ নিয়ে
সঠিক পথে চলো।
ঢাঃ ১৬.০৫.২০১৬
Leave a Reply
You must be logged in to post a comment.