।ভাঙ্গা গড়া
-সাইদুর রহমান
সোনা রবির উদয়ে
এই পৃথিবীর বলয়ে
জেগে উঠে তার বুকে ঘুমন্ত সব
মুখর হয়ে উঠে তরুলতা পল্লব;
জগতের এ নিস্তব্ধতা
সরবে কাটে নীরবতা
জন্ম নেয়, আগামী নতুন স্বপ্নের
প্রকৃতির নিয়ম হেন চিরকালের।
উদয়াস্তের এই মধ্যস্থলে
শত হলাহল-কোলাহলে
ভাঙ্গা গড়া অবিরাম জীবন পথে
সুখদুখও পাশাপাশি জীবন রথে;
এহি তো জীবন গল্প
জমে সদা অল্পসল্প
ইতি হয় কিছু, কিছু অমীমাংসিত
রয় অন্তরালে কিছু হয় প্রকাশিত।
গল্প কিছু স্বাভাবিক
কখনো তা মর্মান্তিক
হাহাকার, রক্তাক্ত, দগ্ধ ঝলসানো
জন্ম-মৃত্যুও চলে পাশাপাশি যেন;
সূর্য উঠবেই, থামবে না
এমনই তার আনাগোনা
চলছে চলবে, জমবে জীবন গল্প
নিয়ত জীবন এগোয় অল্প অল্প।
May 26, 202
Leave a Reply
You must be logged in to post a comment.