ভয় ডর মানি না বন্ধু
দুঃখি হৃদয় কাঁদে
সবার আগে কারফিউ দিলে
দেশটা পড়তো ফাঁদে?
এখনও যারা ছন্দ হারা
কেমনে করি ক্ষমা
দেশের তরে অবুজ যারা
যাচ্ছেনা কেন দমা?
করোনা তো গিলে খাচ্ছে
তবুও চলা ধীরে
ডাক্তার রোগি মরে গেলে
কি হবেগো জিরে?
কারফিউর কি এতো মুল্য
যায়না ডাকা এখন
সব মানুষে মরার পড়ে
দেবে কারফিউ তখন?
অনাহারে কাটছে রাতি
মরব কেন করোনায়?
অবাধ্যকে চরম সাজা
দ্যায়না কেন রাজায়?
আর্মির কথা শুনলে মানুষ
হৃদয় কাঁপত ডরে
এখন বুঝি হয়না তেমন
বৃথা সূত্র ধরে?
ফুরিয়ে যাচ্ছে সোনার সময়
দাবি শুধু একটা
কারফিউ দিয়ে বেঁচে থাকুক
দামি ঐ জীবনটা।
দহগ্রাম
১৭-০৪-২০২০
Leave a Reply
You must be logged in to post a comment.