করোনাকালের কবিতা
-সাইদুর রহমান
দুই। কখনো তো এমন দেখিনি
কখনো তো এমন দেখেনি
শুয়ে বসে কাটে দিনখানি
ভরদুপুরে কুকুর কাঁন্না শুনি
সর্বত্রই করোনার রণধ্বনি।
কখনো তো এমন দেখেনি
নীরব নির্জন এ শহরখানি
নেই টুংটাং আওয়াজখানি
নেই মানুষ, নেই পশুপ্রাণী।
কখনো তো এমন দেখেনি
সঙ্গী আমার সে ব্যালকনি
যদ্দুর যায় এ দু’চোখখানি
যেন মৃত নগরীর মুখখানি।
কখনো শব্দক’টি শুনিওনি
‘সোশ্যাল ডিসট্যান্সিং’ ও
‘কোয়ারেন্টিন’ শব্দ দু’খানি
ইচ্ছে হয়, অর্থগুলো জানি।
Sunday, April 19, 2020
You must be logged in to post a comment.
কখনো তো এমন দেখেনি
সঙ্গী আমার সে ব্যালকনি
যদ্দুর যায় এ দু’চোখখানি
যেন মৃত নগরীর মুখখানি।
….. সত্যি বাস্তবতার নিখুঁত প্রকাশ । শুভ কামনা সব সময়।